News71.com
 International
 02 Mar 16, 08:17 AM
 821           
 0
 02 Mar 16, 08:17 AM

৮.২ মাত্রার প্রবল ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ।। ব্যাপক ক্ষয়ক্ষতি ও সুনামির আশংকা

৮.২ মাত্রার প্রবল ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ।। ব্যাপক ক্ষয়ক্ষতি ও সুনামির আশংকা

আন্তর্জাতিক ডেস্ক : ফের প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। পশ্চিমে সুমাত্রার কাছে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৮.২ । আবারও সুনামির আশংকা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে । সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়েছে। ভূত্বকের এত উপরে কম্পন অনুভূত হওয়ায় প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল হল দক্ষিণ-পশ্চিমের পাদাং থেকে ৮০৮ কিলোমিটার দূরে। ২০০৪ সালে এই ইন্দোনেশিয়াতেই ৯.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেবার কম্পনের ফলে সুনামি উৎপন্ন হয়ে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত সহ বেশ কয়েকটি দেশে কয়েক হাজার মানুষ মারা গিয়েছিলেন। প্রসঙ্গত, ইন্দোনেশিয়া ভৌগলিকভাবে ভূমিকম্প প্রবণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। ফলে এর তলদেশে প্লেটগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষ বাঁধিয়ে প্রায়ই ভূমিকম্পের সৃষ্টি করে থাকে।

 

বিস্তারিত আসছে.....

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন