News71.com
 International
 22 Sep 16, 11:55 AM
 381           
 0
 22 Sep 16, 11:55 AM

চুল বিক্রি করেই কোটি টাকা আয়!

চুল বিক্রি করেই কোটি টাকা আয়!

আন্তর্জাতিক ডেস্ক: ভক্তদের নানাবিধ দানে উপচে ওঠে ভারতের তিরুপতি বালাজি মন্দিরের দানপাত্র। যা মন্দিরের আয় এবং ভগবানের ঋণশোধ- দুইয়ের সহায়ক হয়। আর তাই বলে চুল বিক্রি করে কোটি টাকা আয়?

এটা অসম্ভব কিছু নয়। প্রতিদিন আগত অনেক ভক্তই চুল উৎসর্গ করে থাকেন ভগবানকে। পুরুষ-নারী নির্বিশেষেই মনোবাঞ্ছা পূর্ণ হলে ভগবানকে কৃতজ্ঞতা জানানোর জন্য এই পন্থা অবলম্বন করেন। এর ফলে প্রতি দিন এভাবে জমতে জমতে মাসের শেষে বেশ বিপুল পরিমাণেই কর্তিত কেশরাশি জমা হয় তিরুপতি বালাজি মন্দিরে। আর এইসব চুল যখন নিলামে উঠল, দু’ মাস মিলিয়ে দাম মিলল ১৭.৮২ কোটি টাকা।

এ বিষয়ে মন্দির সূত্রে বলা হয়েছে, এই আয় যোগ্য খাতেই ব্যয় করা হবে। ১১.২৮ কোটি ব্যয় করে কেনা হবে ৩৯.৩২ লক্ষ লিটার দুধ, যা লাইনে দাঁড়ানো শিশুদের পান করানো হবে। এছাড়া তিরুপতি লাড্ডু, যা তার বিশাল আকারের জন্য বিখ্যাত, ভগবানের সেই নৈবেদ্য তৈরির জন্য ব্যয় করা হবে ২,৬৭৮ কোটি! উৎকৃষ্ট পরিমাণ গোদুগ্ধজাত ঘি কিনতে ব্যয় করা হবে এই টাকা!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন