News71.com
 International
 22 Sep 16, 11:51 AM
 391           
 0
 22 Sep 16, 11:51 AM

মিশর উপকূলে নৌকাডুবি, মৃত ২৯

মিশর উপকূলে নৌকাডুবি, মৃত ২৯

 

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরের মিশর উপকূলের কাছে উল্টে যায় একটি যাত্রীবাহী নৌকা। আর এ ঘটনায় প্রাণ হারালেন ২৯ জন শরণার্থী। গতকাল বুধবার মিশরীয়, সিরীয় ও আফ্রিকার ৬০০ জন শরণার্থীকে নিয়ে বেআইনিভাবে নৌকাটি ভূমধ্যসাগর দিয়ে ইতালির দিকে যাত্রা শুরু করেছিল। এ নৌকাটি ইতালিতেই যাচ্ছিল কি-না, তা এখনো পরিষ্কার নয়। পরে কাফর-আল-শেখ উপকূলে এসে নৌকাটি ডুবে যায়। উদ্ধারকারী দল এখনো পর্যন্ত ১৫০ জন যাত্রীকে উদ্ধার করতে পেরেছে। আর বাকিদের খোঁজে শুরু হয়েছে। তবে এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, বেআইনিভাবে ইউরোপে প্রবেশ করার জন্য এর আগেও জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথ বেছে নিয়েছিল শরনার্থীরা। গত জুনে ক্রিকের গ্রিক দ্বীপের কাছে নৌকাডুবিতে সলিল সমাধি হয়েছিল প্রায় ৩২০ জনের। এবং চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২,৮০০-র বেশি শরণার্থী প্রাণ হারিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন