
 
					
					  					  
					  				  
				  আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার উত্তর ক্যারোলিনায় ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়াকে কেন্দ্র করে স্থানীয় সময় গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
সূত্রে জানা গেছে, রাতে উত্তর ক্যারোলিনার চার্লটে রাতে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও গুলি চালায় পুলিশ। একজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গতকাল বুধবার বই পড়ার সময় কেইথ স্কট নামে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করা হয় বলে দাবি করেছে তার পরিবার। তবে পুলিশ বলছে, ওই ব্যক্তি বন্দুক নিয়ে ঘোরাফেরা করছিলেন। এ নিয়ে ওই রাতেই বিক্ষোভে ফেটে পড়েন কৃষ্ণাঙ্গরা। এসময় ১৬ পুলিশ কর্মকর্তা আহত হন।