
 
					
					  					  
					  				  
				  
নিউজ ডেস্কঃ সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট জোহান স্নাইডার-আমানের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
আজ বুধবার নিউইয়র্কের স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বি-পক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয় উভয়ের মধ্যে ।