
 
					
					  					  
					  				  
				  আন্তর্জাতিক ডেস্কঃ খননকার্যের মাধ্যমে ২ হাজার বছরের পুরনো কয়েন উদ্ধার করা হয়েছে জেরুজালেম থেকে। ২৪ ক্যারেটের স্বর্ণ দিয়ে তৈরি কয়েনটির সন্ধান পেয়ে গবেষকরাই রীতিমতো আশ্চর্য হয়েছেন। কারণ জেরুজালেমে এর আগে পুরনো সভ্যতার সন্ধানে অনেক খননকার্য চালানো হয়েছে। কিন্তু এত পুরনো কয়েন আবিষ্কারের ঘটনা এই প্রথম।
বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমান সম্রাট নিরো রীতিমতো পরিচিত নাম। বলা হয়, শত্রুর আক্রমনে রোম যখন পুড়ছিল তখন নিরো নাকি বাঁশি বাজাচ্ছিলেন। স্বর্ণের ওই কয়েনটিতে রোমান সম্রাট নিরোর প্রতিকৃতি রয়েছে। খননকার্যে সহকারি পরিচালকের দায়িত্ব পালন করা শিমন গিবসন জানান, আমরা এখনো বুঝে উঠতে পারিনি ঠিক কীভাবে কয়েনটি এখনো এল।