News71.com
 International
 21 Sep 16, 11:11 AM
 381           
 0
 21 Sep 16, 11:11 AM

কাশ্মির সীমান্তে ফের দুবার অনুপ্রবেশের চেষ্টা ।। ভারতীয় সেনার প্রত্যাঘাতে নিহত দশ পাক জঙ্গি

কাশ্মির সীমান্তে ফের দুবার অনুপ্রবেশের চেষ্টা ।। ভারতীয় সেনার প্রত্যাঘাতে নিহত দশ পাক জঙ্গি

নিউজ ডেস্ক: দুদিন পর কাশ্মীর সীমান্তে ফের দুবার অনুপ্রবেশের চেষ্টা। ভারতীয় সেনার প্রত্যাঘাতে নিহত ১০  পাক জঙ্গি। শহিদ হলেন এক জওয়ান। পরিস্থিতি মোকাবিলায় বিএসএফকে পূর্ণ স্বাধীনতা রাজনাথ সিংয়ের।

এদিকে, কূটনৈতিক পর্যায়ে পাকিস্তানকে কোণঠাসা করতে অল আউট আক্রমণে ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ সভা থেকে মানবাধিকার পর্ষদ। উরির জঙ্গি হামলা নিয়ে সুর চড়িয়েছে দিল্লি। স্ট্র্যাটেজি ঠিক করতে আজও উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উরির সেনা ঘাঁটিতে তদন্তে এনআইএ গোয়েন্দারা।

"জবাব দেবে ভারত' উরি হামলার জবাব ভারত দেবেই। আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। সেনাঘাঁটিতে জঙ্গি হামলার জবাব দিতে একাধিক ফ্রন্টে পাকিস্তানকে কোণঠাসা করতে মরিয়া ভারত। সেনাঘাঁটিতে জঙ্গি হানার ঘটনায় তদন্তে উরি গিয়েছে এনআইএ। আর্মি ব্রিগেড হেডকোয়ার্টার থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন