
 
					
					  					  
					  				  
				  আন্তর্জাতিক ডেস্ক: উরির সেনা ছাউনিতে হামলার পর থেকেই উত্তাপ বাড়ছে ভারত-পাকিস্তানের মধ্যে l পাকিস্তানে ঢুকে এবার সেনা ছাউনি গুঁড়িয়ে দেওয়া হোক বলে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে সেনা l এবার মারের বদলা মার-ই হবে বলেও ফুঁসতে শুরু করেছে সেনা বাহিনীl
যদিও, উরি হামলার পর পাকিস্তানে ঢুকে, হামলা চালালে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে পারে, আর সেই কারণেই এবার অন্য রাস্তা নিচ্ছে দিল্লি l নিয়ন্ত্রণরেখা না টপকে কীভাবে পাকিস্তানের ওপর বদলা নেওয়া যায়, সে বিষয়ে চিন্তাভাবেনা শুরু করেছে ভারত l কিন্তু, তাতে ক্ষোভ কমছে না সেনার l পাকিস্তানে ঢুকে, এবার মারতে হবে বলে হুমকি দিয়েছে সেনা বাহিনীর একাংশl
শুধু তাই নয়, সেনা বাহিনীর মধ্যে ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে, যে এবার খোলাখুলি দেওয়া হচ্ছে পাকিস্তানকে হুমকি l বলা হচ্ছে, ইসলামাবাদে এবার ভারতের পতাকা তোলা হবে l প্রয়োজন পড়লে বদলে দেওয়া হবে ইতিহাস l প্রয়োজনে গঙ্গা এবার বইবে লাহোরের মধ্যে দিয়ে l সিন্ধু নদের চারপাশে থাকবে শুরু ভারত l রাওয়ালপিন্ডি থেকে করাচি পর্যন্ত সব ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে l কাশ্মীর থাকবে, কিন্তু, পাকিস্তান থাকবে না l কান খুলে শুনে রাখ পাকিস্তান, ভারতের সঙ্গে লড়াইয়ের সাহস দেখিও না l তাই হলে, বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়া হবে পাকিস্তানের নামl
সোস্যাল সাইটে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ওই ভিডিও l যেখানে পাকিস্তান যেন কখনও ভারতের সঙ্গে পাঙ্গা না নিতে আসে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে l ভারতের সঙ্গে পাঙ্গা নিতে আসলেই, তার মানচিত্র বদলে দেওয়া হবে বলেও দেওয়া হয়েছে হুমকি l পাশপাশি, দেশকে রক্ষা করার জন্য সেনা বাহিনী সব সময় তৈরি বলেও দেওয়া হয়েছে হুঁশিয়ারিl