News71.com
 International
 04 Aug 16, 02:24 PM
 336           
 0
 04 Aug 16, 02:24 PM

সাদ্দামের প্রাসাদে হামলা চালাল ব্রিটিশ জঙ্গিবিমান ।।ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

সাদ্দামের প্রাসাদে হামলা চালাল ব্রিটিশ জঙ্গিবিমান ।।ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের একটি প্রাসাদে বোমা হামলা চালিয়েছে ব্রিটিশ জঙ্গিবিমান। ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে সাদ্দামের এ প্রাসাদ অবস্থিত। হামলার কথা নিশ্চিত করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ।

গতকাল ব্রিটিশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২টি টর্নেডো বিমান গত ১ই আগস্ট ওই প্রাসাদ ভবনে হামলা চালায়। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে এ ভবন। ভবনটি টাইগ্রিস নদীর কাছে অবস্থিত এবং দায়েশের গুরুত্বপূর্ণ সদরদপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাছাড়া, দায়েশে নতুন যোগ দেয়া সন্ত্রাসীদের জন্য ভবনটিকে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে উগ্র এ গোষ্ঠী। ভবনটি বন্দীদের নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় বলে তথ্য রয়েছে ।

২৪ বছরের শাসনকালে সাদ্দাম ইরাকজুড়ে যে ৫০টি বিলাসবহুল প্রাসাদ বানিয়েছিলেন এটি তারই একটি। এ ভবনে কৃত্রিম জলপ্রপাত রয়েছে। ২০০৩ সালে ইরাকে মার্কিন সামরিক আগ্রাসনের পর ভবনটিতে আমেরিকার সেনারা অবস্থান করত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন