আন্তর্জাতিক ডেস্ক : গতকাল বুধবার রাত সাড়ে দশটা নাগাদ লন্ডনের জনবহুল এলাকাখ্যাত রাসেল স্কোয়ারে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালায়। এই হামলার ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন মোট ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ বাহিনী ও অ্যাম্বুলেন্স। হামলার অল্প কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলা হয়। এলাকা সুরক্ষিত করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই ঘটনায় জড়িত সন্দেহভাজন একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে কোনও রকম জঙ্গি-যোগ রয়েছে কী না তা তদন্ত করে দেখছেন স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাসবিরোধী বিভাগের গোয়েন্দারা। ইতিমধ্যেই ঘটনাস্থল পরীক্ষা করে দেখছে ফরেন্সিক দল ।
উল্লেখ্য রাসেল স্কোয়ার, সেন্ট্রাল লন্ডনের একটি জনবহুল এলাকা। ৭ জুলাই ২০০৫ সালে এই রাসেল স্কোয়ারের কাছেই ট্যাভিস্টক স্কোয়ারে এক বিস্ফোরণে ৫২জন প্রাণ হারান। বুধবারের এই ঘটনা ২০০৫-এর সেই ঘটনাকেই আবার মনে করিয়ে দিল। সম্প্রতি ফ্রান্স ও জার্মানির জঙ্গি হামলার কথা মাথায় রেখে আরও ৬০০ সশস্ত্র পুলিশ বাহিনী লন্ডনের বিভিন্ন এলাকায় মোতায়নের কথা ঘোষণা করেছে স্কটল্যান্ড ইয়ার্ড।