News71.com
 International
 04 Aug 16, 02:14 PM
 390           
 0
 04 Aug 16, 02:14 PM

চলে গেলেন মিসরের নোবেল বিজয়ী বিজ্ঞানী মিসরের প্রখ্যাত রসায়নবিদ আহমেদ জিওয়ালি

চলে গেলেন মিসরের নোবেল বিজয়ী বিজ্ঞানী মিসরের প্রখ্যাত রসায়নবিদ আহমেদ জিওয়ালি

আন্তর্জাতিক ডেস্ক: নোবেল পুরস্কার বিজয়ী মিসরের প্রখ্যাত রসায়নবিদ আহমেদ জিওয়ালি মারা গেছেন। ১৯৯৯ সালে সময়ের খুবই ক্ষুদ্র ব্যাপ্তির (এক সেকেন্ডের মিলিয়ন কিংবা বিলিয়ন ভগ্নাংশ) মধ্যে রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণের পদ্ধতি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর ।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার তিনি মারা যান বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পাসাডানায় অবস্থিত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি কর্তৃপক্ষ (ক্যালটেক)। বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানটিতে তিনি রসায়নবিদ্যায় লাইনাস পলিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন ।

জিওয়ালি মিসরের ডামানহুরে জন্ম নিলেও বসবাস করতেন লস অ্যাঞ্জেলেসের সান মেরিনোতে। ক্যালটেকে দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতার সময় ফেমটোকেমিস্ট্রির পথিকৃত হিসেবে গণ্য হয়ে থাকেন জিওয়ালি ও তার ছাত্ররা। এই পদ্ধতিতে লেসার প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা ফেমটো সেকেন্ডে (সেকেন্ডের মিলিয়ন মিলিয়ন ভগ্নাংশ) রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ করতে সক্ষম হন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন