News71.com
 International
 04 Aug 16, 01:40 AM
 441           
 0
 04 Aug 16, 01:40 AM

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত ।। ২টি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত ।। ২টি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় সম্প্রতি অগ্নুৎপাতের কারণে ২টি বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়াও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে পর্যটন দ্বীপ বালিতে যাওয়ার কয়েকটি বিমান চলাচলে বিঘ সৃষ্টি হয়েছে। গতকাল দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন ।

গতকাল ভোরে ওই অঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় দ্বীপ তেরনাতের মাউন্ট গামালায় উদগিরণ শুরু হয়। জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, এ সময় জ্বালামুখ দিয়ে আকাশের দিকে ৬শ’ মিটার উঁচুতে ছাইভষ্ম নির্গত হয়। এতে দ্বীপটির বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউনুগরোহো বলেন, ‘জনসাধারণকে শান্ত থাকতে বলা হয়েছে ।

কর্তৃপক্ষ এই ঘটনায় এখনো মানুষকে অন্যত্র সরানোর পরিকল্পনা গ্রহণ করেনি। মাউন্ট রিনজানি থেকে অগ্নুৎপাতের কারণে আকাশে ছাইমেঘ ছড়িয়ে পড়ে। এতে গত সোমবার রাত থেকে গত মঙ্গলবার পর্যন্ত লোম্বোক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ছিল। এ সময়ে পর্যটন দ্বীপটির ২৯টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে দেয়া হয়েছে।
পার্শ্ববর্তী বালি দ্বীপের বিমানবন্দরের কার্যক্রম অব্যাহত থাকলেও লোম্বোক থেকে বালির বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত রাখা হয়েছে ।

অস্ট্রেলিয়া ও বালির মধ্যে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। মাউন্ট সিনাবাং থেকেও গত মঙ্গলবার থেকে অগ্নুৎপাত শুরু হয়েছে। যদিও এর ছাইভষ্মের ফলে কোন বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন