News71.com
 International
 03 Aug 16, 01:20 PM
 440           
 0
 03 Aug 16, 01:20 PM

তুরস্কে অভ্যুত্থানকারীদের মদদ দিয়ে যুক্তরাষ্ট্র কিভাবে মিত্র থাকতে পারে প্রশ্ন প্রেসিডন্ট এরদোগানের ।।

তুরস্কে অভ্যুত্থানকারীদের মদদ দিয়ে যুক্তরাষ্ট্র কিভাবে মিত্র থাকতে পারে প্রশ্ন প্রেসিডন্ট এরদোগানের ।।

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে অভ্যুত্থানচেষ্টার মূলহোতা হিসেবে অভিযুক্ত ফেতুল্লাহ গুলেনকে আশ্রয় দেয়ার জন্য ওয়াশিংটনের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। গতকাল এক অনুষ্ঠানে এরদোগান বলেন, ‘এমন অবস্থায় যুক্তরাষ্ট্র কিভাবে মিত্র থাকতে পারে ।

এক প্রতিবেদনে বলা হয়, গতকাল আঙ্কারায় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সাথে বৈঠককালে  এরদোগান বলেন, ‘আমরা যখন কোনো সন্ত্রাসীর কথা বলছি, তখন যদি তুমি প্রমাণ চাও, তবে তুমি কেমন মিত্র ?’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় স্বেচ্ছানির্বাসনে থাকা গুলেনকে ফিরিয়ে দেয়ার আগে তুরস্কের কাছে তার অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার প্রমাণ দিতে বলেছে যুক্তরাষ্ট্র। এরদোগান গুলেন পরিচালিত সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার জন্য জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলেরও তীব্র সমালোচনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন