আন্তর্জাতিক ডেস্কঃ সতীর্থদের সঙ্গে বেড়াতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ইউরোপা লিগের দল আবেরডেনের ২ ফুটবলার জোড়ান বালজাক ও ডামজান মারজানাভিক। গতকাল অনুশীলন শেষে সতীর্থদের সঙ্গে বেড়াতে যাওয়ার সময় শপিং মলের কাছে এ দুর্ঘটনাটি ঘটে । পুলিশ জানায়, দুর্ঘটনার সময় মারজানাভিক গাড়ি চালাচ্ছিলেন এবং বালজাক পেছনে বসা ছিলেন। তাছাড়া সার্বিয়ান গোলরক্ষক মোরাভকা ও স্লোভেনিয়ার ডিফেন্ডার জিগা মারাত্মক আহত হয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর আবেরডেন ফুটবল ক্লাবের প্রধান ডানকান ফ্রেজার জানান, দুর্ঘটনায় নিহত ২ খেলোয়াড়ের পরিবারের সঙ্গে আমি কথা বলেছি এবং ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছি। তিনি আরো জানান, আবেরডেন ক্লাব একটি পরিবারের মত। ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে আমাদের একটি চমৎকার সম্পর্ক ছিল। দুর্ঘটনায় আহত খেলোয়াড়দের প্রতি আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে।