News71.com
 International
 03 Aug 16, 11:55 AM
 509           
 0
 03 Aug 16, 11:55 AM

ভারতের মুম্বাই-গোয়া সংযোগকারী হাইওয়ের একটি ব্রিজ ধসে  ২২ জন নিখোঁজ ।।

ভারতের মুম্বাই-গোয়া সংযোগকারী হাইওয়ের একটি ব্রিজ ধসে  ২২ জন নিখোঁজ ।।

 

নিউজ ডেস্কঃ পশ্চিম ভারতে মুম্বাই ও গোয়াকে সংযোগকারী হাইওয়ের একটি ব্রিজ ধসে পড়ার পর ২২ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। সাবিত্রী নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া এই ব্রিজটি ব্রিটিশ শাসন আমলে তৈরি হয়েছিল বলে জানায়।

এক প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র বর্ষণের কারণে নদীর স্রোত বেড়ে রাত ১ টার দিকে হঠাৎ করে ব্রিজটির একটি অংশ ভেঙ্গে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ২টি বাস নদীতে ভেসে গেছে। জানা যায়, প্রতিটি বাসে কমপক্ষে ১১ জন করে যাত্রী ছিল। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়জিত দলের ৮০ জন সদস্য এবং ডুবুরী নদীটিতে উদ্ধার অভিযান চালাচ্ছে। কিন্তু তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদানোভিস রাতে এক টুইট বার্তায় জানান, নদীটির ওপর দিয়ে ২টি ব্রিজ তৈরি করা হয়েছে। নতুন ব্রিজটির কোন ক্ষতি না হলেও তীব্র স্রোতে ভেঙ্গে গেছে ব্রিটিশ আমলে তৈরি হওয়া পুরাতন ব্রিজটি। তিনি আরো জানান, মধ্যরাতে দুর্ঘটনাটি হওয়া অন্ধকারের মধ্যে ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন