নিউজ ডেস্কঃ প্রায় ১৯ বছর ধরে কুয়েতে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক করা হয়েছে এক বাংলাদেশীকে। রাজধানী কুয়েত সিটিতে অবৈধ অভিবাসীরা অবস্থান করেন এমন সন্দেহজনক আবাসনগুলোতে আলাদাভাবে অভিযান চালায় পুলিশ।
এ সময় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয় নি। উল্লেখ্য, কুয়েতে অবৈধভাবে অবস্থানকারীদের শাস্তি হিসেবে স্বল্প সময়ের জেল দেয়া হয়। এ শাস্তি শেষ হলে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়।