নিউজ ডেস্কঃ রাজধানীতে জঙ্গি বিরোধী ব্লক রেড অভিযানে শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু লিফলেট, জিহাদি বই ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয় । গতকাল রাত সাড়ে ৯টা থেকে রাত আড়াইটা পর্যন্ত রাজধানীর হাজারীবাগ ও ধানমণ্ডি এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান ধানমণ্ডি জোনের সিনিয়র সহকারী কমিশনার রুহুল আমিন সাগর। তিনি জানান, জঙ্গি বিরোধী ব্লক রেড অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে।
তারা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের কাছ বিপুল সংখ্যক জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। আটকদের মধ্যে শিবিরের ১ বড় নেতা রয়েছে বলেও জানান তিনি।