আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে প্রায় গণধর্ষণের কথা শোনা যায়। এখন এটা এতটাই নির্মম পর্যায়ে পৌঁছেছে যে, এবার গণধর্ষণের শিকার হলেন এক স্কুল শিক্ষিকা। তাও আবার চলন্ত বাসে। গতকাল ভারতের উত্তর প্রদেশে এ ঘটনাটি ঘটে।
ওই শিক্ষিকা জানান, স্কুলে যাওয়ার পথে একটি প্রাইভেটকার তার নিকটে থামে। এসময় ২জন দৃর্বৃত্ত গাড়ি থেকে নেমে তাকে জোরপূর্বক ওই গাড়িতে উঠায়। এরপর তারা ওই চলন্ত গাড়িতে বন্দুককের মুখে গণধর্ষণের পর হাইওয়ে রাস্তা সংলগ্ন একটি মাঠে ফেলে যায়।
থানায় অভিযোগের পর ধর্ষকদের গ্রেফতারে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের দাবি, আমরা ঘটনাটি তদন্ত করছি, আশা করি খুব তাড়াতাড়ি দুর্বৃত্তদের গ্রেফতার করতে সক্ষম হব।