News71.com
 International
 03 Aug 16, 10:47 AM
 428           
 0
 03 Aug 16, 10:47 AM

লিবিয়ায় সৈন্যদের লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা , নিহত ১৮ ও আহত ১২

লিবিয়ায় সৈন্যদের লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা , নিহত ১৮ ও আহত ১২

আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে সৈন্যদের লক্ষ্য করে আত্মঘাতি বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এ বিস্ফোরণে শহরের পশ্চিমে আল-গুওয়ারসা এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে ।

এই এলাকাটি লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের অনুগত সৈন্য ও ইসলামপন্থী সৈন্যদের সংঘর্ষের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। গত মঙ্গলবার রাতে আন্তর্জাতিক মাধ্যমে এ খবর প্রকাশ করেছে। মাধ্যম গুলো জানায়, এই বিস্ফোরণের পেছনে ছিল একটি ইসলামী দল, বেনগাজিতে বিপ্লবী শুরা কাউন্সিল ।

বেনগাজির একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে, নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরের ১৪৬ সৈন্যকে লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়। যে শহরে ইসলামপন্থী সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে ওই সৈন্যদল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন