News71.com
 International
 03 Aug 16, 10:46 AM
 478           
 0
 03 Aug 16, 10:46 AM

ইসরাইল আইএসকে পছন্দ করে, সিরিয়ায় আইএস ব্যার্থ হোক চায়না তারা ।। সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল হার্জজি হ্যালেভি

ইসরাইল আইএসকে পছন্দ করে, সিরিয়ায় আইএস ব্যার্থ হোক চায়না তারা ।। সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল হার্জজি হ্যালেভি

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলি সামরিক গোয়েন্দা সংস্থা'র সাবেক প্রধান মেজর জেনারেল হার্জজি হ্যালেভি একটি সম্মেলনে সিরিয়ান আসাদ সরকার বিষয়ক ইসরাইলের দীর্ঘ দিনের অবস্থানের কথা প্রকাশ করে বলেছেন, ইসরাইল ‘আইএসকে পছন্দ করে ।

তিনি সংবাদ সম্মেলনে প্রকাশে ঘোষণা করেন, ইসরাইল চায় না যে আইএস সিরিয়ায় পরাজিত হোক। সম্প্রতি রনপল ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত নিউজে হিব্রু ভাষার সাইট এনআরজিতে মেজর জেনারেল হেলেভিকে উদ্ধৃত করে বলা হয়, আইসিসের দখলীকৃত এলাকায় আইসিসের বিরুদ্ধে আক্রমণে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন ।

তিনি বলেন, ইসলামিস্ট গ্রুপটির শুরু এবং খিলাফত ঘোষণার পর থেকে যে গত ৩ মাসে ‘সবচেয়ে কঠিন’ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। সিরিয়ায় আইএসের সাফল্যে ইসরাইলি কর্মকর্তারা নিয়মিতভাবে সন্তোষ প্রকাশ করে এসেছিল। ইরানের বন্ধু সরকারের টিকে থাকার চেয়ে ইসরাইল এদের বেশি পছন্দ করে। তবে আজ পর্যন্ত ইসরাইল কখনো প্রকাশ্যে আইএসের টিকে থাকা অথবা সমর্থনে কোনো কথা বলেনি ।

মেজর জেনারেল হ্যালেভি এই বলে উদ্বেগ প্রকাশ করেন, আইসিসের পরাজয় মানে হলো সিরিয়া থেকে ‘সুপারপাওয়ারের’ বিদায় নেয়া। আর এটা ইসরাইলকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেবে। তিনি পরামর্শ দেন, ইসরাইলি সামরিক বাহিনী আলঙ্কারিকভাবে নয়, নীতিগতভাবেই আইএসকে সমর্থন করার পথ খুঁজছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন