News71.com
 International
 03 Aug 16, 10:44 AM
 466           
 0
 03 Aug 16, 10:44 AM

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে ।। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে ।। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) । সংস্থাটির গত জুলাই মাসের প্রতিবেদনে এই পর্যবেক্ষণ উঠে এসেছে। রাজধানী ঢাকার গুলশানে রেস্তোরাঁয় ও কিশোরগঞ্জে শোলাকিয়ায় জঙ্গি হামলা এবং ঢাকার কল্যাণপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে হতাহত হওয়ার ঘটনা উল্লেখ করে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে এ মন্তব্য করেছে আইসিজি।

এই সংস্থাটি বলেছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের শাখা (এইকিউআইএস) বিস্তার রোধ করাই সরকারের প্রাথমিক চ্যালেঞ্জ। সরকারের উচিত জবাবদিহি ও নিরপেক্ষভাবে আইন প্রয়োগের ভিত্তিতে সন্ত্রাসবাদ মোকাবিলার নীতি গ্রহণ করা।

এতে বলা হয়, গত মাসে বাংলাদেশ ও আফগানিস্তান বড় ধরনের সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছে। তাছাড়া আর্মেনিয়া ও ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ সুদান, মালি, তুর্কি, সিরিয়া, আফগানিস্তান, আর্মেনিয়া ও কাশ্মীরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন