News71.com
 International
 02 Aug 16, 04:42 PM
 424           
 0
 02 Aug 16, 04:42 PM

হজযাত্রীদের জন্য কবজি বেল্ট ব্যবহার বাধ্যতামূলক ।। সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়

হজযাত্রীদের জন্য কবজি বেল্ট ব্যবহার বাধ্যতামূলক ।। সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়

 

নিউজ ডেস্কঃ বেসরকারিভাবে গমনেচ্ছু হজযাত্রীদের জন্য ইলেকট্রনিক কবজি বেল্ট ব্যবহার বাধ্যতামূলক করেছে সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মুহাম্মদ মাকসুদুর রহমান ঢাকা হজ অফিসকে এ বিষয়টি জানান।

ঐ চিঠির বরাত দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ ১) মোহাম্মদ রুহুল আমিন ৩১শে জুলাই এক চিঠিতে হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) নেতাদের কবজি বেল্ট প্রাপ্তি নিশ্চিত করতে অনুরোধ জানান। চলতি বছর বেসরকারি পর্যায়ে ৯৬ হাজারেরও বেশি বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু হজে যাবেন। হজ পালনরত অবস্থায় হারিয়ে যাওয়া হজযাত্রীদের কবজি বেল্টের মাধ্যমে খুঁঝে বের করে স্বেচ্ছাসেবকরা তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারবেন।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কবজি বেল্টে হজযাত্রীদের নাম ঠিকানাসহ প্রয়োজনীয় সকল তথ্য-উপাত্ত সংরক্ষিত থাকবে। হজযাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে সৌদি সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন