News71.com
 International
 02 Aug 16, 04:27 PM
 459           
 0
 02 Aug 16, 04:27 PM

শুধু রূপালী পর্দায় নয়, এবার সংসদে ভাষণ দিতে চান নায়ক দেব...

শুধু রূপালী পর্দায় নয়, এবার সংসদে ভাষণ দিতে চান নায়ক দেব...

 

আন্তর্জাতিক ডেস্ক: সুদূর আমাজন থেকে শুটিং সেরে কলকাতায় ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন টলিউড অভিনেতা দেব। বর্ষাকালীন অধিবেশনে যোগ দিয়েছেন তিনি। লোকসভায় এই সংসদ সদস্যকে নির্ধারিত জায়গায় দেখা গেছে। তার বক্তব্য দেবার কথা রয়েছে।

সংসদ সদস্য হওয়ার পর ২ বছর হয়ে গেলেও এখনও বক্তব্য দেয়া শুরু করতে পারেননি দেব। তৃণমূলের দলীয় দফতরে টলিউডের ব্যস্ত এই চলচ্চিত্র তারকা দাবী করে বলেন, এবার তিনিও বলতে চান। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে তার সংসদীয় এলাকার কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাদ ভেঙে পড়া ইত্যাদি সব বিষয়েই তিনি বলবেন।

আর নিজের বক্তব্যের ব্যাপারে পরামর্শ চাইলেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাদের পরামর্শ শুনে বললেন, আগামী সপ্তাহেই তিনি লোকসভায় বলবেন। স্পিচ দেওয়ার জন্য সংসদে কয়েকদিন থাকতে হবে শুনে নাকি খানিকটা দমে গেছেন জনপ্রিয় তারকা দেব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন