News71.com
 International
 02 Aug 16, 01:27 PM
 421           
 0
 02 Aug 16, 01:27 PM

ইয়েমেনে একটি আবাসিক ভবনে সৌদি বিমান হামলা ।। একই পরিবারে ৩ শিশু নিহত

ইয়েমেনে একটি আবাসিক ভবনে সৌদি বিমান হামলা ।। একই পরিবারে ৩ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের একটি আবাসিক ভবনে সৌদি বিমান হামলায় একই পরিবারের ৩টি শিশু মর্মান্তিকভাবে নিহত হয়েছে । আজ সকালে আবিয়ান প্রদেশের উদায় জেলার আল শামিল গ্রামে আগ্রাসী সৌদি বিমান থেকে ওই বাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে ৩ শিশু নিহত এবং তাদের মা-বাবা গুরুতর আহত হয়েছেন বলে সরকারি সুত্র জানাচ্ছে।

এর একদিন আগে সা’আদা প্রদেশের কাহলান সামরিক ঘাঁটিতে সৌদি যুদ্ধবিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়। একইদিন হাজ্জাহ প্রদেশের হারাদ জেলাতেও বোমা হামলা করে আগ্রাসী বাহিনী। এদিকে, ইয়েমেনি যোদ্ধারাও পাল্টা রকেট হামলা চালিয়েছে সৌদি আরবের জিজান এলাকার মা’জাব সামরিক ঘাঁটিতে। ইয়েমেনিদের হামলায় সৌদি আরবের কয়েকটি সামরিক যান ধ্বংস হয়েছে।

সৌদি আরবের একই অঞ্চলের সাবাবা সামরিক ঘাঁটিতে কাতিউশা রকেট নিক্ষেপ করেছে আনসারুল্লাহ যোদ্ধাদের সমর্থনপুষ্ট ইয়েমেনি সেনারা। ১৫ মাস ধরে সৌদি আরব ও কয়েকটি আরব দেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে। এতে এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে যার বেশিরভাগই বেসামরিক লোকজন। আনসারুল্লাহ যোদ্ধাদের পাল্টা হামলায় সৌদি আরবের বহু সেনা মারা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন