আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদে একটি পুরতান ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ৫জন। আজ স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে দেশটির মাধ্যমগুলো ।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গতকাল মধ্য রাতে এ ভবন ধসের ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে ভবন ধসের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য ইতিপূর্বে গত ২৯ ও ৩১শে জুলাই দেশটির পুনে এবং মুম্বাইয়ে ভবন ধসে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ সব ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন ।