News71.com
 International
 02 Aug 16, 12:27 PM
 397           
 0
 02 Aug 16, 12:27 PM

নিজের টিভি চ্যানেল খুলছেন এক মার্কিন সেলিব্রেটি

নিজের টিভি চ্যানেল খুলছেন এক মার্কিন সেলিব্রেটি

 

আন্তর্জাতিক ডেস্ক: এবার নিজের নতুন টিভি চ্যানেল খুলছেন মার্কিন জনপ্রিয় সংগীত শিল্পী বিয়ন্সে। এই চ্যানেলে বেশিরভাগ সময়ই দেখা যাবে তার গান, সিনেমা, ফ্যাশান শো। প্রাইম টাইমে দেখা যাবে ওপেরা উইনফ্রে টক শো-র আদলে 'বিয়ন্ড বিয়ন্সে' নামের এক চ্যাট শো।

বিয়ন্সের ম্যানেজমেন্ট কোম্পানি পার্কউড দেখাশোনা করবে এই টিভি চ্যানেলের। চ্যানেলে দেখানো হবে আফ্রিকান ও মার্কিন ইতিহাস নিয়ে নানা তথ্যচিত্র। আফ্রিকার দারিদ্র্যক্লিস্ট মানুষদের সাহায্যের জন্য রিয়েলিটি শোও হবে। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডেসে পারফমের জন্য রেকর্ড পরিমান টাকা নিচ্ছেন বিয়ন্সে।

চলতি বছরের এপ্রিলে 'লেমনেড' প্রকাশ করে শ্রোতাদের মুগ্ধ করেছেন সংগীত শিল্পী বিয়ন্সে। কিন্তু শুধু ভক্তদের প্লে লিস্টে আর কনসার্টে নয়, লেমনেড মূর্ছনা ঝরে পড়ছে অ্যাওয়ার্ড আসরেও। তার প্রমাণ এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে ফিল্ম অ্যালবাম লেমনেডের সর্বাধিক মনোনয়ন লাভ। অ্যালবামটির সুবাদে ১১টি বিভাগে মনোনয়ন বাগিয়ে নিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন