News71.com
 International
 02 Aug 16, 12:23 PM
 429           
 0
 02 Aug 16, 12:23 PM

অব্যাহ জঙ্গী হানার কারনে দেশটির ২০টি বড় মসজিদ বন্ধ করে দিয়েছে ফ্রান্স সরকার

অব্যাহ জঙ্গী হানার কারনে দেশটির ২০টি বড় মসজিদ বন্ধ করে দিয়েছে ফ্রান্স সরকার

 

আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েক মাসে ২০ টি মসজিদ বন্ধ করে দিয়েছে ফ্রান্স। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনোভ বলেছেন, উগ্রপন্থী মতবাদ রুখতে জরুরি ক্ষমতা বলে সামনে তাদের আরো মসজিদ বন্ধ করে দেয়ার পরিকল্পনা রয়েছে।

ফ্রান্সে বেশ কটি বড় হামলার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেয়া হলো। ফ্রান্সের মসজিদগুলোতে বিদেশ থেকে আসা অর্থ সহায়তা উগ্রবাদী চিন্তাধারা উৎসাহিত করতে ব্যবহৃত হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। ক্যাজেনোভ বলেছেন, তিনি মসজিদে অর্থের ব্যাবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে চান।

ফ্রান্সের মুসলিম কাউন্সিলের প্রধান আনোয়ার কিবেখ বলেছেন, মসজিদগুলোতে অর্থ বরাদ্দ দিতে ১ মাসের মধ্যে নতুন একটি ফাউন্ডেশন গঠন করা হবে। গত মাসের মাঝামাঝি সময়ে তিউনিসিয়ান বংশোদ্ভূত একজন মুসলিম নিস শহরে একটি উৎসবে লরি চাপা দিয়ে ৮৪ জনকে হত্যা করে। আর এর আগে গত বছরের নভেম্বরে প্যারিস শহর জুড়ে বন্দুকধারীদের সিরিজ হামলায় ১৩০ জন নিহত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন