আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সিন্ধু প্রদেশে ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। আজ মঙ্গলবার সিন্ধু প্রদেশটির জামশরো জেলার থারমাল পাওয়ার স্টেশন এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে ধাক্কা দেয়। পরে আহদের উদ্ধার করে স্থানীয় লিয়াকত ইউনিভার্সিটি হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এক জরিপে দেখা গেছে ২০১৩ সালে পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় সাড়ে ৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।