আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার প্রথমবারের মতো তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। লিবিয়ার ঐক্যের সরকার প্রধান জানিয়েছে, সির্তে শহরে এ হামলা চলানো হয়। স্থানীয় সময় গতকাল টেলিভিশনে প্রধানমন্ত্রী ফয়েজ আল-সারাজ বলেন, প্রথমবারের মতো দায়েশ (আইএস) ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পেন্টাগন জানিয়েছে, লিবিয়ার ঐক্যের সরকারি কর্তৃপক্ষের (জিএনএ) অনুরোধে ওই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক খবরে বলা হয়, লিবীয় বাহিনী রাস্তায় পুঁতে রাখা বোমা, মাইন ও নানা ধরনের সমস্যা পড়তে থাকে। তাই তারা যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তা চেয়েছে।
এই হামলার ফলে লিবীয় বাহিনী সামনের দিকে অগ্রসর হতে সুবিধা পাবে। তবে যুদ্ধটা বেশ কঠিন হয়ে পড়বে। কারণ আইএস শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হলে সেখানে প্রচুর বেসামরিক জনগণ রয়েছে। পেন্টগন জানিয়েছে, জিএনএ সরকারকে সহায়তা করতে ভবিষ্যতে এ ধরনের হামলা আরও চালানো হবে।