News71.com
 International
 02 Aug 16, 12:13 PM
 376           
 0
 02 Aug 16, 12:13 PM

হংকংয়ে আঘাতের পর চীনে চোখ টাইফুন নিদার

হংকংয়ে আঘাতের পর চীনে চোখ টাইফুন নিদার

আন্তর্জাতিক ডেস্ক: ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে হংকংয়ে আঘাত হানার পর টাইফুন নিদা পাশ্ববর্তী চীনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু টাইফুনটি খানিকটা দুর্বল হয়ে পড়েছে। আর এর আগে আজ মঙ্গলবার সকালে হংকং উপকূলে আঘাত হানে নিদা। এতে করে প্রাথমিক কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ভেঙে পড়েছে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা। বাতিল করা হয়েছে দেড় শতাধিকেরও বেশি ফ্লাইট।

টাইফুনের প্রভাবে হংকংয়ের ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়েছে। সকালে দেশটির স্টক এক্সচেঞ্জ লেনদেন বন্ধ করে দেয়। স্থানীয় আবহাওয়া দপ্তর বলছেন, আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। টাইফুনটি ৯২ কিলোমিটার বেগে চীনের গুয়াংজু শহরের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে চীনে রেড স্টর্ম এলার্ট জারি করা হয়েছে। আবার এদিকে টাইফুনের প্রভাবে হংকংয়ের নিউ টেরিটোরির উত্তরাঞ্চলে বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন