News71.com
 International
 01 Aug 16, 01:16 PM
 418           
 0
 01 Aug 16, 01:16 PM

জার্মানের রাস্তায় র‍্যালিতে অংশ নিলেন হাজার হাজার তুরস্কের নাগরিক এরদোয়ান সমর্থক ।।

জার্মানের রাস্তায় র‍্যালিতে অংশ নিলেন হাজার হাজার তুরস্কের নাগরিক এরদোয়ান সমর্থক ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানের রাস্তায় হাজার হাজার তুরস্কের নাগরিক এরদোয়ান সমর্থনে এক র্যালিতে অংশ নেয়। বিষয়টিকে তুরস্কের কূটনৈতিক সফলতা হিসেবে দেখা হচ্ছে। এক খবরে বলা হয়, প্রেসিডেন্ট এরদোয়ানের নির্দেশে কোলন শহর থেকে এই র্যালি বের করা হয়।

গত শনিবার জার্মানের সাংবিধানিক আদালত এরদোয়ানের ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করে। জার্মানের গণমাধ্যমগুলোতে বলা হয়, অন্তত ৩৫ হাজারের মত মানুষ জড়ো হয়েছিল সেই র্যালিতে। জার্মানে প্রায় ৩০ লক্ষের মতো তুর্কি বসবাস করে।

তুরস্কের জাতীয় নির্বাচনে তাদের বেশিরভাগই এরদোয়ানের পক্ষে ভোট দিয়েছিল। তুরস্ক বংশোদ্ভুত জার্মান নাগরিক এবং তুরস্কের ক্রীড়া ও যুব মন্ত্রী আকিফ ক্যগাটে কিলিক কোলনে বলেন, তুরস্কের অনেকেই জার্মানে বসবাস করেন। তারা গণতন্ত্রের পক্ষে এবং সামরিক অভ্যুত্থানের বিপক্ষে।

স্থানীয় বাসিন্দা কেভসার দেমির জানান, অনেকেই বলছে এটা এরদোয়ানের র্যালি। আসলে এটা এরদোয়ানের নয়, বরং অভ্যুত্থানের প্রতিবাদে র্যালি। র্যালিটি চলাকালে কোলন শহরে অন্তত ২ হাজার ৭০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন