নিউজ ডেস্ক: কর নীতিমালা লঙ্ঘনের দায়ে অতিরিক্ত কর হিসেবে ৩-৫ বিলিয়ন মার্কিন ডলার গুণতে হতে পারে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুককে। আর তার পাশাপাশি দিতে হতে পারে জরিমানাও।
সম্প্রতিক মার্কিন ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) ফেসবুকের আয়ারল্যান্ডে সম্পত্তি স্থানান্তরের প্রক্রিয়া নিয়ে তদন্ত করে। এতে করে কর কম দেয়ার প্রমাণ পাওয়া গেছে। আর সেজন্যই এই অতিরিক্ত কর ও জরিমানা গুণতে হতে পারে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান ফেসবুককে।
জানা গেছে, আয়ারল্যান্ডে সম্পত্তি স্থানান্তরের সময় মার্কিন কর বিভাগকে যে পরিমাণ কর দেয়ার কথা ছিলো ফেসবুকের তা দেয়নি প্রতিষ্ঠানটি। বরং স্বেচ্ছায় করের পরিমাণ কমানোর চেষ্টা করে সংশ্লিষ্টরা। এই নিয়ে গত ২৭ জুলাই আইআরএস সংবিধিবদ্ধ নোটিশ দিয়েছে ফেসবুককে। ওই নোটিশে ৩ থেকে ৫ বিলিয়ন ডলার কর দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ফেসবুক এখন এ বিজ্ঞপ্তির বিপরীতে ফেডারেল কর আদালতে চ্যালেঞ্জ জানানোর পরিকল্পনা করছে।