আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নিরাপত্তা চৌকিতে হামলার পরিকল্পনাকালে পুলিশ অভিযান চালালে গুলি বিনিময়ে সন্দেহভাজন ৭ জন জঙ্গি নিহত হয়েছে। আজ(৩১জুলাই) রবিবার সকালে পুলিশ ১০ জঙ্গি লুকিয়ে থাকা একটি বাড়িতে হানা দিলে গোলাাগুলি শুরু হয়।
এই বিষয়ে পুলিশ বলেন, ৭ জন জঙ্গি তাদের নিজেদের লোকদের বুলেটেই নিহত হয়। গোলাগুলি থামার পর ৭ জন জঙ্গির মৃতদেহ পাওয়া যায়। বাকিরা সবাই রাতের আঁধারে পালিয়েছে। লাহোরের ৩৫ মাইল পশ্চিমে পাঞ্জাব প্রদেশে এই ঘটনা ঘটে। এই জঙ্গিরা তালেবান ও লশকরই-জংভির সদস্য।