News71.com
 International
 31 Jul 16, 07:13 PM
 395           
 0
 31 Jul 16, 07:13 PM

ভিয়েতনামে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু

ভিয়েতনামে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় নগরী কা মাউয়ের একটি বাড়িতে আজ রবিবার ভোরে এক অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে।  জানা গেছে, প্রদেশের কা মাউ নগরীতে এই অগ্নিকাণ্ডে ৫৮ বছর বয়সী ১জন শিক্ষক মারা গেছেন।

নিহত ওই ব্যক্তির নাম ত্রাণ কুয়াং তিয়েন। এই ঘটনায় তার স্ত্রী ত্রাণ কিম আনহ্ (৫৯), তাদের ২৮ বছর বয়সী মেয়ে, ২৩ বছর বয়সী ছেলে, ৬ বছর বয়সী ভাইপো ও ৯ বছর বয়সী ভাইঝি মারা গেছে। বাড়িটিতে অনেক দাহ্য সামগ্রী ছিল এবং সেখানে বহির্গমনের কোন দরজা ছিল না। এই অগ্নিকাণ্ডের সময় থিয়েনের ৭০ বছর বয়সী বোন পাশের বাড়িতে ঘুমাচ্ছিলেন। প্রতিবেশীরা তাকে রক্ষা করেন। স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন