News71.com
 International
 31 Jul 16, 03:25 PM
 421           
 0
 31 Jul 16, 03:25 PM

টেক্সাসে বেলুন বিধ্বস্তে নিহত ১৬।।

টেক্সাসে বেলুন বিধ্বস্তে নিহত ১৬।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি উষ্ণ বায়ুপূর্ণ বেলুন ‍বিধ্বস্ত হয়ে ১৬ আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে টেক্সাসের রাজধানী অস্টিনের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে লকহার্ট টাউনের কাছে এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও রয়টার্সের।

ক্যাল্ডওয়েল কাউন্টি শেরিফ অফিস জানায়, বেলুনে থাকা ১৬ আরোহী সবাই নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে সব আরোহীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে টেক্সাসের নিরাপত্তা বিভাগ।

স্থানীয় মিডিয়ায় বলা হচ্ছে, বৈদ্যুতিক লাইনের সঙ্গে ধাক্কা লেগে বেলুনটিতে আগুন ধরে যায়, পরে এটি লকহার্টের কাছে একটি মাঠে বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ক্যাল্ডওয়েল কাউন্টি শেরিফ ড্যানিয়েল ল জানিয়েছেন, জরুরি বিভাগের কর্মীরা যখন আসেন তখন বেলুনটির ঝুড়ির অংশটিতে আগুন ধরে গেছে। এই ঝুড়িতেই বেলুনটির ক্রু ও যাত্রীরা ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন