News71.com
 International
 31 Jul 16, 01:24 PM
 409           
 0
 31 Jul 16, 01:24 PM

যুক্তরাষ্ট্রে মশার মাধ্যমে ছড়াচ্ছে জিকা ভাইরাস আক্রান্ত ৪

যুক্তরাষ্ট্রে মশার মাধ্যমে ছড়াচ্ছে জিকা ভাইরাস আক্রান্ত ৪

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে মশার মাধ্যমে ছড়াচ্ছে জিকা ভাইরাস। ফ্লোরিডায় ৪ জন আক্রান্ত হওয়ার পর এমন কথা জানিয়েছেন মার্কিন স্বাস্থ্য অধিদফতর। সরকারি মতে, এটাই স্থানীয়ভাবে আমেরিকায় জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম ঘটনা । জিকার কারণে অসুস্থতা সামান্য হলেও গর্ভবতী মায়েরা আক্রান্ত হলে নবজাতক অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্ম নিতে পারে। এজন্য অবিলম্বে গর্ভবতী মায়েদের চিকিৎসকদের পরামর্শ নিতে বলেছে মার্কিন সরকার।

ল্যাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে এতদিন যৌন সংসর্গ থেকেই জিকা ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে মনে করা হত। ফলে সেখান থেকে ঘুরে আসা মানুষই আমেরিকায় সেই রোগ বয়ে নিয়ে আসত। এবারে তা স্থানীয়ভাবে ছড়ানোয় উদ্বেগ বাড়ল মার্কিন প্রশাসনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন