News71.com
 International
 31 Jul 16, 01:21 PM
 424           
 0
 31 Jul 16, 01:21 PM

জনপ্রিয়তায় ৬ পয়েন্ট এগিয়ে হিলারি

জনপ্রিয়তায় ৬ পয়েন্ট এগিয়ে হিলারি

আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাসের সবচেয়ে সেরা জাতীয় কনভেনশন করার পর যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন জনপ্রিয়তায় তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের থেকে ৬ পয়েন্ট এগিয়ে গেছেন। গতকাল শুক্রবার সকালে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ওই কনভেনশনে হিলারি ক্লিনটন আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা গ্রহণ করেন। আগামী ৮ নভেম্বর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ।

নতুন এই জরিপ থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ৪১ শতাংশ মানুষ এখন হিলারিকেই প্রেসিডেন্ট হিসেবে চান এবং ভোট দিতে প্রস্তুত। সেখানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রয়েছেন ৩৫ শতাংশ ভোটার। গত ২৫ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত এই জরিপটি চালানো হয়। গত ২৯ জুলাইয়ের জাতীয় কনভেনশনে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন তার ভাষণে দেশবাসীকে এই বার্তা দেন, আমরা একসঙ্গে বলেই আমরা বেশি শক্তিধর। তিনি ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বলেছেন, আমরা কেউ যদি মনে করি একাই পাল্টে দেব, তাহলে ভুল করছি।

বিগত ২৫ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘ সময়ের এই ভাষণে হিলারি ক্লিনটন সবাইকে ভোট দেওয়ার আহ্বান করেন, আর ঘোষণা দেন আমেরিকা কখনোই কোনো ধর্মাবলম্বীকেই তার দেশে নিষিদ্ধ করবে না। আর এর এক সপ্তাহ আগে ক্লেভল্যান্ডে জাতীয় কনভেনশনের মাধ্যমে রিপাবলিকান দলের মনোনয়ন চূড়ান্ত করেন ব্যবসায়ী ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। দুই পক্ষের জাতীয় কনভেনশন শেষ হওয়ার পর এখন চলছে ৮ নভেম্বরের জন্য ভোট চাওয়ার দৌড়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন