News71.com
 International
 31 Jul 16, 12:38 PM
 424           
 0
 31 Jul 16, 12:38 PM

পাকিস্তানে বন্যার জলে ভেসে ১৪ বরযাত্রীর মর্মান্তিক মৃত্যু  

পাকিস্তানে বন্যার জলে ভেসে ১৪ বরযাত্রীর মর্মান্তিক মৃত্যু   

 

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি পার্বত্য সড়কে একটি বরযাত্রিবাহী যানবাহন বন্যার জলেতে ভেসে গিয়ে একটি গিরিখাতে পড়লে ১৪ জনের প্রাণহানি ঘটেছে।

পার্বত্য খাইবার এলাকার স্থানীয় সরকারি কর্মকর্তা রহিমুল্লাহ মেহসুদ বলেন, এতে ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। আফগান সীমান্তবর্তী পাকিস্তানর সাতটি উপজাতীয় জেলার অন্যতম খাইবারের একটি প্রত্যন্ত গ্রামে ২০ জনের বেশি বরযাত্রী বহনকারী একটি পিক-আপ ট্রাক বন্যাকবলিত হলে এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চলছে। কিন্তু উদ্ধার কর্মী ও স্থানীয় বাসিন্দারা এলাকাটি দুর্গত ও পার্বত্য হওয়ায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

তিনি বলেন, ‘আমরা ওই ট্রাকে ঠিক কতজন যাত্রি হলেন তা জানি না। তবে স্থানীয়রা ২০ জনের বেশি যাত্রী ছিলো বলে জানিয়েছেন।

পাকিস্তানে এই মাসের গোড়ার দিকে থেকে প্রবল মৌসুমী বৃষ্টি শুরু হয়। এতে করে খাইবার-পাখতুন খোয়া ও পাঞ্জাবের মধ্যাঞ্চলের প্রদেশগুলো মারাত্মক বন্যা কবলিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন