আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের জাতীয় সংসদে তখন জোর যুক্তি-তক্ক চলছে। তাতে অংশও নিয়েছেন তিনি। কথা বলছেন মিডিয়ার সঙ্গে। কিন্তু এরই মাঝে তিনি সংসদে বসেই স্তনপান করালেন তার সন্তানকে। কিন্তু এই বিষয়টি নিয়ে কোন নিন্দা বা সমালোচনার মুখে পড়তে হয়নি ব্রাজিলের এই সাংসদকে।
জানা গেছে, তার নাম ম্যানুয়েলা ড্যাভিলা। সংসদে বক্তব্য দেয়ার মাঝেই তিনি তার সন্তানকে স্তনপান করালেন। এমন একটি পরিস্থিতির সেই ছবি নিঃসন্দেহে অসাধারণ। আর সেই ছবিই এখন ভাইরাল হয়ে গেছে।