আন্তর্জাতিক ডেস্ক: ইদলিবে বিদ্রোহীদের দখলে থাকা একটি প্রসূতি হাসপাতাল বোমার আঘাতে মাটিতে মিশতে বসেছে। গতকাল শুক্রবার দুপুরে বোমার আঘাতে হাসপাতালের একটি বড় অংশ ধসে গেছে। হাসপাতালে সে সময় কতজন রোগী ছিলেন তা সঠিকভাবে জানা যায়নি।
হাসপাতালটি আশপাশের একটি বড় অঞ্চলের মধ্যে সব থেকে বড় প্রসূতি হাসপাতাল। প্রতি মাসে গড়ে ৭০০টি বাচ্চা জন্মায় এই হাসপাতানে। এই হামলায় সিরিয়ার বাশার-আল-আসাদ সরকার রয়েছে না রাশিয়ার সেনা রয়েছে তা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। কিন্তু হাসপাতালে দীর্ঘ দিন ধরে বিদ্রোহীরা আশ্রয় নিয়ে ছিল। তবে হাসপাতাল হওয়ার কারণে এত দিন হামলার হাত থেকে বেঁচে ছিল এই বিল্ডিং।
জানা গেছে, ইদলিবের এই অঞ্চলটি আল কায়দারই একটি গোষ্ঠী জাভাত-আল-নুরার দখলে রয়েছে। সম্প্রতিক আল-কায়দা থেকে নিজেদের বিচ্ছিন্ন করে একটি ভিন্ন সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছে নিজেদের। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আল-কায়দা থেকে বেরিয়ে এসেছে আল-নুরা। বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলির ধারণা, আল-কায়দা থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে ইউরোপ এবং আফ্রিকার অন্যান্য শক্তিশালী জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হাত মেলাতে পরে আল-নুরা।