News71.com
 International
 30 Jul 16, 01:25 PM
 388           
 0
 30 Jul 16, 01:25 PM

ভারতে রেল স্টেশনের ইন্টারনেটে গ্রাহক ২০ লাখ

ভারতে রেল স্টেশনের ইন্টারনেটে গ্রাহক ২০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: দেশ জুড়ে প্রতি মাসে প্রায় ২০ লক্ষ সাধারণ মানুষ রেল স্টেশনের ওয়াই–ফাই ব্যবহার করছেন। গুগল ও ভারতীয় রেলের যৌথ উদ্যোগে ‘‌রেল টেল’‌–এর ইন্টারনেট পরিষেবা দেশের ২৩টি স্টেশনে চালু হয়েছে।

আর তার সুবিধা পাচ্ছেন প্রায় ২০ লক্ষ মানুষ, জানালেন গুগলের সি ই ও সুন্দর পিছাই। একজন স্মার্ট ফোন ব্যবহারকারী সারাদিনে যতটা ডেটা ব্যবহার করতেন, রেল স্টেশনে থাকার সামান্য সময়টুকুর মধ্যে প্রায় ১৫ গুণ ডেটা তিনি ডাউনলোড করছেন। ইন্টারনেটের স্পিড যে সাধারণের থেকে অনেকটাই বেশি, তা এতেই প্রমাণিত হয়। আগামী দিনে সারা ভারতের ১০০টি রেল স্টেশনে এই বিনামূল্যে ওয়াই ফাই পরিষেবা দেওয়া হবে। ‌

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন