আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ না করতে ইসরায়েলকে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এটা পূর্ব ইউক্রেনের শান্তি বিনষ্ট করবে। তাই ইসরায়েল যদি অস্ত্র সরবরাহ বন্ধ না করে, তাহলে ইসরায়েলের ওপর বোমা হামলা চালানো।
সম্প্রতিক রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া যেটা যথাযথ মনে করে, সেটা করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর এটাই ইসরায়েলি নেতৃত্বের প্রতিচ্ছবি।
পুতিন আরও বলেন, ইসরায়েলের সরবরাহ করা অস্ত্রগুলো যদি প্রাণঘাতী হয়, আমি মনে করি, এটা থেকে পাল্টা ফল পাওয়া যাবে। যার ফলে আরেক দফা দ্বন্দ্বের সৃষ্টি হবে, হতাহতের সংখ্যা বাড়বে।
স্থানীয় সেনাদের প্রশিক্ষণ দিতে বর্তমানে ৩০০ মার্কিন সেনা ইউক্রেনে অবস্থান করছে বলে নিশ্চিত করেছে কিয়েব সরকার। এই বিষয়ে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পরিকল্পিত প্রশিক্ষণ অস্ত্র সরবরাহের সম্ভাব্য প্রথম পদক্ষেপ।
এই অপারেশনের সমালোচনা করে দিমিত্রি পেসকোভ। তিনি বলেন, ''আমেরিকান সৈন্যদের উপস্থিতি সহায়ক ছিল না। এই পরিস্থিতি অস্থিতিশীল করার সম্ভাবনা রয়েছে।"
গত সপ্তাহে, পুতিন ইরান ওপর থেকে এস-300 ক্ষেপণাস্ত্র সরবরাহের ওপর নিষেধাজ্ঞা তুলে স্বাক্ষর করেন। এই বিষয়ে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে পরমাণু আলোচনায় অগ্রগতি আলোকে সেখানে আর কোন নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল না।
আবার এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার প্রায় এক ঘন্টার জন্য পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় ইরান এস -300 ক্ষেপণাস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা বাতিলে তিনি হতাশা ব্যক্ত করেন।