আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত এক মুসলিম-আমেরিকান সেনা কর্মকর্তার বাবা খিজির খান রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নীতির ওপর প্রশ্ন করেছেন।
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকানদের ভবিষ্যৎ নিয়ে আপনাকে বিশ্বাস করতে বলছেন। আমি জিজ্ঞেস করতে চাই, আপনি কি কখনো যুক্তরাষ্ট্রের সংবিধান পড়েছেন?
তিনি বলেন, আপনাকে সংবিধানের এই কপিটি খুশি মনে দিতে পারি। সংবিধান ভালো করে পড়ে দেখুন, সেখানে স্বাধীনতা ও সমান আইনি নিরাপত্তার কথা বলা হয়েছে। আরলিংটন সমাধি ট্রাম্প পরিদর্শন করেছেন কি না তা-ও জানতে চান খান।
তিনি আরও বলেন, আমেরিকাকে সুরতি রাখতে জীবন দেয়া সাহসী দেশপ্রেমীদের সমাধি দেখে আসুন। আপনি দেখতে পাবেন সব ধর্মের, লিঙ্গের ও জাতির মানুষ রয়েছেন সেখানে। আপনি তো কাউকে এবং কিছুই বিসর্জন দেননি।
বৃহস্পতিবার রাতে ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্যে এ সমালোচনা করেন। উল্লেখ্য ২০০৪ সালে বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ক্যাপ্টেন হুমায়ুন খান। চার দিনব্যাপী সম্মেলনে দেয়া বক্তব্যে নিহত ক্যাপ্টেনের বাবা খিজির খান যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রস্তাবের সমালোচনা করেন।
খিজির খান বলেছেন, ট্রাম্পের এই নীতি যদি বাস্তবায়ন হতো তাহলে তার ছেলে কখনোই মার্কিন সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পেত না। খিজির খান বলেন, আমাদের ছেলে হুমায়ুনের স্বপ্ন ছিল সামরিক আইনজীবী হওয়ার; কিন্তু সে যে দিন তার সহযোদ্ধাদের জীবন বাঁচাতে নিজেকে উৎসর্গ করল, সে দিনই সে তার স্বপ্নকে একপাশে সরিয়ে রাখে।