News71.com
 International
 30 Jul 16, 12:25 PM
 351           
 0
 30 Jul 16, 12:25 PM

ভারতের পাঠানকোট বিমানঘাটিতে হামলায় জড়িত পাকিস্তান : মার্কিন গোয়েন্দা রিপোর্ট

ভারতের পাঠানকোট বিমানঘাটিতে হামলায় জড়িত পাকিস্তান : মার্কিন গোয়েন্দা রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটিতে হামলার ছক কষেছিল পাকিস্তান। আমেরিকার গোয়েন্দা রিপোর্টে এমনটাই প্রকাশ করা হয়েছে। গতকাল মার্কিন প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত রিপোর্টটি আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয়েছে ভারতের হাতে। সেখানে পাক লিঙ্কম্যান কাসিফ জানের সঙ্গে ৪ হামলাকারীর কথাবার্তার রেকর্ড রয়েছে। ওই হামলাকারীরা পরে সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে মারা যায়।

রিপোর্টে আরও বলা হয়েছে, পাঠানকোট হামলার মতো ২০০৮ সালেও জঙ্গি নেতারা মুম্বাই হামলার ছক কষেছিল পাকিস্তানে বসে। বলা হয়েছে পাঠানকোটে হামলার সঙ্গে জড়িত ছিল ৪ জইশ জঙ্গি। তাদের বাড়ি পাকিস্তানের সিন্ধু প্রদেশে। পাঠানকোট হামলার সময়ে টানা ৮০ ঘণ্টা পাকিস্তানে জঙ্গিগোষ্ঠীর নেতাদের সঙ্গে তাদের যোগ ছিল।

এদিকে ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রনাধান গোয়েন্দা সংস্থা এনঅঅইএ ( NIA) রিপোর্টে বলা হয়, হামলার আগে অপহরণ করা হয়েছিল এসপি সলবিন্দর সিংকেও। তারপরই একটি মোবাইল নম্বর থেকে তারা পাকিস্তানের সঙ্গে কথা বলতে থাকে। শুধু ফোনই নয় হোয়াটসঅ্যাপও ব্যবহার করা হতো দু'পক্ষের মধ্যে। আর এখন এই সব তথ্যই খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন