News71.com
 International
 30 Jul 16, 12:30 AM
 380           
 0
 30 Jul 16, 12:30 AM

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করল মার্কিন শান্তি পরিষদের প্রতিনিধি দল ।।

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করল মার্কিন শান্তি পরিষদের প্রতিনিধি দল ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমেরিকার শান্তি পরিষদের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ অনুষ্ঠানে প্রেসিডেন্ট আসাদ বলেন, মার্কিন সরকারের নীতি দেশটির জনগণের স্বার্থ। এমনকি সামগ্রিকভাবে সারা বিশ্বের স্বার্থের পরিপন্থী। আমেরিকার শান্তি পরিষদ হচ্ছে বিশ্ব শান্তি পরিষদের মার্কিন শাখা ।

প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, একটি পরাশক্তি হিসেবে আমেরিকার উচিত- সংঘাত ও ধ্বংসযজ্ঞ বাদ দিয়ে জ্ঞান-বিজ্ঞান এবং প্রযুক্তির ভিত্তিতে বিশ্বে ইতিবাচক ভূমিকা পালন করা। বৈঠকের পর সিরিয়া সফরকারী মার্কিন প্রতিনিধি দলের প্রধান সাংবাদিক হেনরি লোয়েনডর্ফ এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে তারা ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা করেছেন ।

লোয়েনডর্ফ আরো বলেন, “আমরা প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সাম্মানিত বোধ করছি। সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি একদম সোজোসাপ্টা কথা বলেছেন এবং আমাদেরকেও তিনি তেমনটি করতে বলেছিলেন। আমরা যা দেখছি তা নিয়ে প্রশ্ন করেছি এবং তিনি যৌক্তিক, সঠিক ও বিজ্ঞজনোচিত জবাব দিয়েছেন। তিনি শুধুমাত্র সিরিয়া পরিস্থিতিতে বক্তব্য রেখে আমাদেরকে মুগ্ধ করেননি বরং বিশ্ব শক্তিগুলো নিয়ে যে বক্তব্য রেখেছেন তাতেও আমরা মুগ্ধ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন