News71.com
 International
 29 Jul 16, 11:15 PM
 378           
 0
 29 Jul 16, 11:15 PM

জাপানে মার্কিন বিমানের জরুরি অবতরণ

জাপানে মার্কিন বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের রাজধানী টোকিওতে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। চলতি মাসে এটি জাপানে একই এয়ারলাইন্সের বিমানের দ্বিতীয় জরুরি অবতরণ। গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জানাগেছে, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৫৩ মিনিটে জাপানের রাজধানীর উপকণ্ঠে নারিতা বিমানবন্দরে ফ্লাইট এইচএ ৪৪২ জরুরি অবতরণ করে। বিমানটি জাপানের উত্তরাঞ্চলীয় সাপোরা নগরী থেকে হনুলুলু যাচ্ছিল।

নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর করপোরেশনের একজন কর্মকর্তা জানান, পাইলট বোয়িং ৭৬৭-এর হাইড্রোলিক ব্যবস্থায় এক ধরনের অস্বাভাবিকতা দেখতে পান। জরুরি অবতরণ করা এ বিমানের ২৪৮ জন আরোহীর কেউ আহত হয়নি। বিমানের জরুরি অবতরণের বিষয়ে তাৎক্ষণিকভাবে হাওয়াইয়ান এয়ারলাইন্সের টোকিও অফিসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন