আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের অর্থ ফেরত পেতে ঢাকাকে সহায়তা দিতে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (নিউইয়র্ক ফেড)। উল্লেখ্য যুক্তরাষ্ট্রের এই ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে গত ফেব্রুয়ারিতে ৮ কোটি ১০ লাখ ডলার পাচার হয়ে যায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনে (আরবিসিবি)।
গত ২৩ জুন নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের জেনারেল কাউন্সেল টমাস ব্যাক্সটার ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের জেনারেল কাউন্সেল এলমোর ও’ কাপিউলের কাছে চিঠি পাঠান। চিঠিতে ‘চুরি হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশকে সহায়তা করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য’ ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানানো হয়।