News71.com
 International
 29 Jul 16, 08:26 PM
 376           
 0
 29 Jul 16, 08:26 PM

পাথর ছুড়লে জঙ্গি তকমা, সাজা হতে পারে ২০ বছরের জেল ।।

পাথর ছুড়লে জঙ্গি তকমা, সাজা হতে পারে ২০ বছরের জেল ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাথর ছোড়াকে জঙ্গি কার্যকলাপ হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল সরকার। এ কাজ করে ধরা পড়লে সাজা হতে পারে ২০ বছর । ইসরায়েল পুলিশের প্রতি ফিলিস্তিনী যুবকদের পাথর ছোড়া নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রশাসন কঠোর হাতে বিক্ষোভকারীদের দমন করতে গিয়ে মানবাধিকার সংগঠনগুলির পাল্টা সমালোচনার মুখে পড়েছে। এবার তাই ইট-পাথর ছোড়াকেই নিষিদ্ধ করার মুখে সে দেশের প্রশাসন ।

ইসরায়েলের আইনমন্ত্রী আয়েলত শাখেদ জানিয়েছেন, জঙ্গিদের প্রতি সহনশীলতার দিন আজ থেকে ফুরোল। একমাত্র কড়া শাস্তিই এই প্রথা বন্ধ করতে পারে। নতুন আইন মোতাবেক ইচ্ছাকৃতভাবে কেউ পাথর ছুড়লে, তা জঙ্গি কার্যকলাপ হিসেবেই গণ্য হবে। এবং তার শাস্তিতে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পাথর কী উদ্দেশ্য ছোড়া হয়েছিল, তা জানা না গেলে শাস্তির মেয়াদ কমে হতে পারে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন