News71.com
 International
 29 Jul 16, 07:13 PM
 415           
 0
 29 Jul 16, 07:13 PM

ভারতের পুনে শহরে ভবনধস ।।  ৯ জনের মৃত্যু  

ভারতের পুনে শহরে ভবনধস ।।  ৯ জনের মৃত্যু     

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্র প্রদেশের পুনে শহরে ভবনধসে নয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন। একটি ১৩ তলা ভবনের নির্মানকাজের সময় ওই দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের ওপরের অংশ শুক্রবার সকালে ধসে পড়লে ওই হতাহতের ঘটনা ঘটেছে।  ভবনধসে পড়ার পর ধ্বসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।  মুম্বাই থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পুনে শহর অবস্থিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন