নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক বাংলাদেশি নাগরিক খুন হয়েছেন। ২৪ জুলাই রোববার রাতে হোটেলে কর্মরত অবস্থায় তিনি খুন হন। জানা যায়, নিহত মো. বাচ্চু সর্দার (৪৫) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের মৃত রশিদ সর্দারের ছেলে। পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন তিন জনকে আটক করেছে।
এদিকে বাচ্চু মিয়ার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী দুই সন্তান নিয়ে থাকেন চট্টগ্রামের বাঁশখালীতে। পরিবারের লোকজন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে দেশে দ্রুত লাশ আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। বাচ্চু মিয়া দুই ছেলে ও এক মেয়ের জনক। আগামী ঈদে তার বাড়ি ফেরার কথা ছিল।
বাচ্চু মিয়ার চাচাতো ভাই মো. জাবেদ আহম্মেদ রমজান জানান, সাত-আট বছর আগে দুবাই পাড়ি জমান বাচ্চু মিয়া। সেখানে একটি হোটেলে চাকরি করেন তিনি। রোববার রাত পৌনে ১২টার দিকে রেস্টুরেন্টের কাজ শেষে অন্যান্য কর্মচারীদের সঙ্গে ঘুমাতে যান। এ সময় কয়েকজন বন্ধ থাকা হোটেলে খাবার নিতে চাইলে বাচ্চু মিয়া অপারগতা প্রকাশ করেন।
এ অবস্থায় তারা রেস্টুরেন্টে প্রবেশ করে অতর্কিতে ছুরি-লাঠি নিয়ে হামলা চালায়। তার চিৎকারে রেস্টুরেন্টে থাকা কর্মচারীরা এগিয়ে এলে তাদের উপরও তারা হামলা করে। এক পর্যায়ে বাচ্চু মিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষনিক এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।